চকচক করলেই সোনা হয় না

0
208
অফিস ছুটির জন্য আবেদন
অফিস ছুটির জন্য আবেদন
Advertisements
Rate this post

চকচক করলেই সোনা হয় না

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভাল আছো । তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ভাবসম্প্রসারণ চকচক করলেই সোনা হয় না “ভাবসম্প্রসারণ” । এই রচনা তোমরা যারা পরীক্ষার্থী তাদের অনেক কাজে লাগবে । তো তোমাদের ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে Facebook, messenger, WhatsappTelegram, Instagram এবং IMO তে শেয়ার করতে পারো ।

চকচক করলেই সোনা হয় না
চকচক করলেই সোনা হয় না

চকচক করলেই সোনা হয় না

ভাব-সম্প্রসারণ: অনেক সময় আমরা বস্তুর স্বরূপ বিচার না করে রূপ দেখেই তার গুণাগুণ বিচার করি। এ কারণেই মূল্যহীন কাঁচকে হীরকখণ্ড বলে ভুল করি, সামান্য পিতলের টুকরোটাকে মনে করি মূল্যবান সোনা। বস্তু হিসেবে কাঁচ ও পিতল সামান্য হলেও তাদের চোখ ধাঁধানো দ্যুতি ও উজ্জ্বলতা সহজেই আমাদেরকে বিভ্রান্ত করে। পৃথিবীতেও মানুষ চিনতে আমরা অনুরূপ ভুল করে থাকি। বাইরের বেশভূষা, চালচলন দেখেই মানুষকে বিচার

করা উচিত নয়। সমাজে এমন অনেক মানুষ আছে যারা আপন চরিত্রের দীনতা ঢাকতে দামী বেশভূষায় নিজেকে সাজিয়ে একটি চমক সৃষ্টি করতে চায়। তাই মনে রাখতে হবে মানুষের মনুষ্যত্ব ও মহত্ত্বের পরিচয় তার বাইরের বেশভূষার নয়, অন্তরের ঐশ্বর্যে। দীনহীন ব্যক্তিও অন্তর সম্পদে ধনী হতে পারেন। তাঁর চরিত্রই প্রকৃত সোনার ন্যায় খাঁটি ও উজ্জ্বল।

Advertisements

এজন্য পিতল অনেক সময় ঝলমল করে উঠলেও তাকে সোনা মনে করা ঠিক নয়, তারে যাচাই করেই তার স্বরূপ বুঝতে হবে। মানুষ চিনতে হলেও তার সম্পদ, প্রতিপত্তি ইত্যাদি বিচার না করে তার অন্তরকে যাচাই করা উচিত। ধনবান মানেই হৃদয়বান না-ও হতে পারে।

আরও পড়ুন……

Advertisements

Leave a Reply