Table of Contents
চকচক করলেই সোনা হয় না
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভাল আছো । তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ভাবসম্প্রসারণ চকচক করলেই সোনা হয় না “ভাবসম্প্রসারণ” । এই রচনা তোমরা যারা পরীক্ষার্থী তাদের অনেক কাজে লাগবে । তো তোমাদের ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে Facebook, messenger, Whatsapp, Telegram, Instagram এবং IMO তে শেয়ার করতে পারো ।
চকচক করলেই সোনা হয় না
ভাব-সম্প্রসারণ: অনেক সময় আমরা বস্তুর স্বরূপ বিচার না করে রূপ দেখেই তার গুণাগুণ বিচার করি। এ কারণেই মূল্যহীন কাঁচকে হীরকখণ্ড বলে ভুল করি, সামান্য পিতলের টুকরোটাকে মনে করি মূল্যবান সোনা। বস্তু হিসেবে কাঁচ ও পিতল সামান্য হলেও তাদের চোখ ধাঁধানো দ্যুতি ও উজ্জ্বলতা সহজেই আমাদেরকে বিভ্রান্ত করে। পৃথিবীতেও মানুষ চিনতে আমরা অনুরূপ ভুল করে থাকি। বাইরের বেশভূষা, চালচলন দেখেই মানুষকে বিচার
করা উচিত নয়। সমাজে এমন অনেক মানুষ আছে যারা আপন চরিত্রের দীনতা ঢাকতে দামী বেশভূষায় নিজেকে সাজিয়ে একটি চমক সৃষ্টি করতে চায়। তাই মনে রাখতে হবে মানুষের মনুষ্যত্ব ও মহত্ত্বের পরিচয় তার বাইরের বেশভূষার নয়, অন্তরের ঐশ্বর্যে। দীনহীন ব্যক্তিও অন্তর সম্পদে ধনী হতে পারেন। তাঁর চরিত্রই প্রকৃত সোনার ন্যায় খাঁটি ও উজ্জ্বল।
এজন্য পিতল অনেক সময় ঝলমল করে উঠলেও তাকে সোনা মনে করা ঠিক নয়, তারে যাচাই করেই তার স্বরূপ বুঝতে হবে। মানুষ চিনতে হলেও তার সম্পদ, প্রতিপত্তি ইত্যাদি বিচার না করে তার অন্তরকে যাচাই করা উচিত। ধনবান মানেই হৃদয়বান না-ও হতে পারে।
আরও পড়ুন……
- ভাবসম্প্রসারণ : কীর্তিমানের মৃত্যু নাই SSC HSC JSC
- ভাব-সম্প্রসারণ : বার্ধক্য তাহাই – যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে।
- ভাবসম্প্রসারণ : বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।
- ভাব-সম্প্রসারণ : মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয় ।
- ভাব-সম্প্রসারণ : বই কিনে কেউ দেউলিয়া হয় না।
- ভাব-সম্প্রসারণ : প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
- ভাব-সম্প্রসারণ: আপনি আচরি ধর্ম শিখাও অপরে।
- ভাব-সম্প্রসারণ : মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।
- ভাব-সম্প্রসারণ : যে সহে, সে রহে।
- ভাব-সম্প্রসারণ : ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ।
- ভাব-সম্প্রসারণ: জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো।
- ভাব-সম্প্রসারণ: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।
- ভাবসম্প্রসারণ: গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
- ভাব-সম্প্রসারণ : অভাবে স্বভাব নষ্ট
- ভাব-সম্প্রসারণ : অসির চেয়ে মসি বড়
- ভাব-সম্প্রসারণ : অধিকার পাওয়া এবং অধিকারী হওয়া এক বস্তু নয়
- ভাব-সম্প্রসারণ : অধর্মের ফল হইতে নিষ্কৃতি নাই
- ভাব-সম্প্রসারণ : অনুকরণের দ্বারা পরের ভাব আপন হয় না অর্জন না করলে কোন বস্তুই নিজের হয় না
- সাহিত্য জাতির দর্পণস্বরূপ। ভাবসম্প্রসারণ SSC HSC
- পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি