Advertisements

গুগল প্রযুক্তি ব্যবহার করে গাজায় গণহত্যা!

Author:

Published:

Updated:

গুগল প্রযুক্তি ব্যবহার করে গাজায় গণহত্যা!
Advertisements

গুগল প্রযুক্তি ব্যবহার করে গাজায় গণহত্যা!

5/5 – (2 votes)

গুগল প্রযুক্তি ব্যবহার করে গাজায় গণহত্যা! প্রতিবাদে ২৮ জন শ্রমিক চাকরি হারিয়েছেন

জিএসও ডিজিটাল ডেস্ক: ২৮ জন গুগল কর্মী ইসরায়েলের সাথে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে বিক্ষোভ করছে। গুগল অপরাধের জন্য ২৮ জন কর্মীকে বরখাস্ত করেছে। গত দুই দিন ধরে অফিসের সামনে বিক্ষোভ করে আসছিলেন শ্রমিকরা। পুলিশ তাদের সাময়িক আটক করে। শ্রমিকদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

গুগল প্রযুক্তি ব্যবহার করে গাজায় গণহত্যা! প্রতিবাদে ২৮ জন শ্রমিক চাকরি হারিয়েছেন
গুগল প্রযুক্তি ব্যবহার করে গাজায় গণহত্যা! প্রতিবাদে ২৮ জন শ্রমিক চাকরি হারিয়েছেন

গুগল নিউজে ফলো করুন গেট স্ট্যাডি অনলাইন

কেন শ্রমিকরা তাদের সংগঠনের বিরুদ্ধে আন্দোলন করছিলেন? গুগল ২০২১ সালে ইসরায়েলের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। জানা গেছে যে প্রজেক্ট নিম্বাস নামে একটি চুক্তির অধীনে গাজা যুদ্ধে ইসরায়েলি এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। গুগলের একদল কর্মচারী এই প্রকল্পের তীব্র বিরোধিতা করেছে। তাদের দাবি, গুগলের প্রযুক্তি ব্যবহার করে গাজায় গণহত্যা করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গুগলের কর্মীরা অবিলম্বে ইসরায়েলি সরকার ও সেনাবাহিনীর সঙ্গে চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার থেকে গুগলের বিভিন্ন অফিসে বিক্ষোভ শুরু করেন একদল কর্মী। নিউইয়র্কে গুগল ক্লাউডের প্রধান টমাস কুরিয়েনের অফিসের বাইরে ২৪ ঘন্টার অবস্থান বিক্ষোভ। শেষ পর্যন্ত বেশ কয়েকজন শ্রমিককে আটক করেছে পুলিশ। বিক্ষোভ কর্মসূচির কারণে অফিসে কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে গুগল। সেজন্য আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তারের পরের দিন, জানা গেছে যে ২৮ জন কর্মীকে গুগল বরখাস্ত করেছে। “শ্রমিকদের সাথে এই আচরণে অন্যরাও আতঙ্কিত। বিক্ষোভকারীরা অফিস ভাংচুর করেছে, সম্পত্তি ধ্বংস করেছে। অফিসের অন্যান্যদের কাজ ব্যাহত হয়েছে। অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতে ২৮ কর্মচারীর নাম হয়েছে। ২৮ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। অফিসে এ ধরনের আচরণ বরদাস্ত করা হবে না।” “ইউনিয়ন এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

কলকাতায় চালু হল চালকবিহীন মেট্রো রেল

তবে নতুন ব্যবস্থায় ট্রেনগুলো স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম হলেও সেগুলোতে চালকের উপস্থিতি দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, কলকাতা শহরে এই মেট্রো রেল পরিষেবা সম্পূর্ণ নতুন। তাই শুরুতেই মেট্রোতে চালকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। তবে মেট্রোতে চালক থাকলেও এর ব্যবস্থাপনায় তাদের কোনো ভূমিকা নেই।

কনফিউজিং সাধারণ জ্ঞান | General Knowledge for BCS, Admission & Jobs Exam

কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি বলেন, “কলকাতার নিত্যযাত্রীদের জন্য এটা একেবারেই নতুন জিনিস। তাই চালকবিহীন মেট্রো রেক নিয়ে যাত্রীদের মধ্যে চরম উদ্বেগ থাকা স্বাভাবিক। তাই মেট্রো রেক স্বয়ংক্রিয়ভাবে চলবে, তবুও যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে চালক কেবিনে উপস্থিত থাকবেন।

কলকাতায় চালু হল চালকবিহীন মেট্রো রেল

কেবিনে চালকদের ভূমিকা প্রসঙ্গে উদয় কুমার রেড্ডি বলেন, কার্যত সেখানে তাদের কোনো ভূমিকা থাকবে না। যাত্রীরা সিস্টেমের সাথে খাপ খাইয়ে নিতে শুরু করলে এই সিদ্ধান্তটি পরে পরিবর্তিত হতে পারে।

চালকবিহীন এই মেট্রোর কার্যক্রম সম্পর্কে কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব-পশ্চিম মেট্রো লাইনে স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেম স্থাপন করা হয়েছে। এতে করে কন্ট্রোল রুম থেকে মেট্রোর সব গতিবিধি নিয়ন্ত্রণ করা যাবে। ফলে যাত্রীবাহী মেট্রোগুলো চালক ছাড়াই চলাচল করতে পারবে।

Update : ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০০

get study online telegram channel
Advertisements


Related Posts

About the author

Advertisements

Advertisements

Leave a Reply

Advertisements
Back to top arrow
Top 25+ ULTIMATE INTERNATIONAL TRAVEL CHECKLIST এমন কোন কাজ বিবাহিত মেয়েরা রোজ করে, কিন্তু অবিবাহিত মেয়েরা পারেনা? Give up these 5 habits today, to live longer 22 things to know before going to India Adventure Awaits: Top 10 Things to Do in Wari Chora, South Meghalaya
Top 25+ ULTIMATE INTERNATIONAL TRAVEL CHECKLIST এমন কোন কাজ বিবাহিত মেয়েরা রোজ করে, কিন্তু অবিবাহিত মেয়েরা পারেনা? Give up these 5 habits today, to live longer 22 things to know before going to India Adventure Awaits: Top 10 Things to Do in Wari Chora, South Meghalaya
Top 25+ ULTIMATE INTERNATIONAL TRAVEL CHECKLIST এমন কোন কাজ বিবাহিত মেয়েরা রোজ করে, কিন্তু অবিবাহিত মেয়েরা পারেনা? Give up these 5 habits today, to live longer 22 things to know before going to India Adventure Awaits: Top 10 Things to Do in Wari Chora, South Meghalaya
Enable Notifications OK No thanks