যানজট অনুচ্ছেদ

0
228
অফিস ছুটির জন্য আবেদন
অফিস ছুটির জন্য আবেদন
Advertisements
Rate this post

যানজট অনুচ্ছেদ

যানজট আমাদের রাজধানী ঢাকা শহরের এক অন্যতম সমস্যা, যা নাগরিক জীবনকে দিন দিন বিষিয়ে তুলছে। যানজট হচ্ছে এক জায়গায় অনেক গাড়ির প্রতিবন্ধকতা। স্থানটি হতে পারে সড়ক অথবা মহাসড়ক। এটা আমাদের দেশে অপরিচিত নয়, বিশেষ করে রাজধানী ঢাকার মতো বিভাগীয় শহরগুলোতে। যখন অনেক গাড়ি একে অপরকে পাল্লা দিয়ে চলতে চায় তখন এটা ঘটে। এ ছাড়াও গাড়ির সংখ্যা বৃদ্ধি, অফিস সময়ে ব্যক্তিগত গাড়ি চালানো, প্রতিকূল রাস্তার অবস্থা এবং ট্রাফিক আইন লঙ্ঘন হচ্ছে এর অন্যতম কারণ। যেভাবেই ঘটুক না কেন এটা আমাদের সময় ও অর্থনৈতিক শক্তি নষ্ট করছে। যখন আমরা যানজটে আটকে যাই তখন অসহায় ও হতাশাবোধ করি।

অনেক মানুষ সময়মতো অফিসে যেতে পারে না। যেসব রোগীকে অ্যাম্বুলেন্সে হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয় তারা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়। রিকশাচালক ও ট্যাক্সিচালকরাও অনেক কষ্ট করে। কারণ তারা তাদের গন্তব্যের দিকে খুব ধীরে ধীরে চলে সময় নষ্ট করে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের যানবাহনগুলো দেরিতে পৌঁছে। শুধু তা-ই নয়, যানজটের কারণে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, সঠিক সময়ের কাজটি দেরিতে হচ্ছে। ফলস্বরূপ দেশ বিভিন্ন ক্ষেত্রে দিন দিন পিছিয়ে যাচ্ছে। তাই যান’জট নিরসনে অতি দ্রুত সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন-রাস্তা প্রশস্তকরণ, প্রধান পারাপারের স্থানে ফ্লাইওভার নির্মাণ, রিকশার সংখ্যা কমানো, অফিস সময়ে ব্যক্তিগত গাড়ির চলাচল বন্ধ, রাস্তার পাশে গাড়ি পার্কিং নিষেধ, ট্রাফিক ব্যবস্থা উন্নীতকরণ এবং সর্বোপরি জনসচেতনতা সৃষ্টি করা।

যানজট অনুচ্ছেদ

আরও পড়ুন……

Advertisements

 

Advertisements

Leave a Reply