অর্থানুসারে শব্দ কত প্রকার ও কী কী? উদাহরণসহ ব্যাখ্যা।

0
246
অফিস ছুটির জন্য আবেদন
অফিস ছুটির জন্য আবেদন
Advertisements
Rate this post

অর্থানুসারে শব্দ কত প্রকার ও কী কী? উদাহরণসহ ব্যাখ্যা।

উত্তর: অর্থের বিচারে বাংলা শব্দকে তিন ভাগে ভাগ করা যায়।

১. যৌগিক শব্দ : যেসব শব্দ প্রকৃতি ও প্রত্যয়যোগে

গঠিত হয়ে অভিন্ন অর্থ প্রকাশ করে তাদের যৌগিক শব্দ বলে। যেমন- গৈ + অক = গায়ক (গান করে যে)।

Advertisements

২. রূঢ় বা রূঢ়ি শব্দ: যেসব প্রত্যয় নিষ্পন্ন বা উপসর্গযুক্ত

শব্দ এর প্রকৃতি ও প্রত্যয়গত অর্থ প্রকাশ না করে পৃথক অর্থ বোঝায় তাদের বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। উদাহরণ : হস্তী = হস্ত + ইন (হস্ত আছে যার)। কিন্তু প্রচলিত অর্থে হস্তী বলতে একটি পশুকে বোঝায়।

৩. যোগরূঢ় শব্দ : সমাস নিষ্পন্ন যেসব শব্দ পূর্ণভাবে

সমস্যমান পদসমূহের অর্থের অনুগামী না হয়ে কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাদের যোগরূঢ় শব্দ বলে। উদাহরণ: পঙ্কে জন্মে যা = পঙ্কজ। অথচ পঙ্কে অনেক কিছুই জন্মে। কিন্তু পঙ্কজ বলতে পদ্মফুলকেই বোঝানো হয়।

 

আরও পড়ুন……

Advertisements

Leave a Reply