বাংলা ব্যাকরণের সংজ্ঞার্থ ও ব্যাকরণের বৈশিষ্ট্য বর্ণনা কর।

0
229
অফিস ছুটির জন্য আবেদন
অফিস ছুটির জন্য আবেদন
Advertisements
Rate this post

বাংলা ব্যাকরণের সংজ্ঞার্থ ও ব্যাকরণের বৈশিষ্ট্য বর্ণনা কর।

ব্যাকরণের সংজ্ঞার্থ ও ব্যাকরণের বৈশিষ্ট্য

 

বাংলা ব্যাকরণের সংজ্ঞার্থ :

যে শাস্ত্র পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে।

প্রামাণ্য সংজ্ঞার্থ

Advertisements

১। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, “যে শাস্ত্র জানলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায়, তার নাম বাংলা ব্যাকরণ।”

২। ড. মুহম্মদ এনামুল হকের মতে, “যে শাস্ত্র দ্বারা বাংলা ভাষাকে বিশ্লেষণ করে এর বিভিন্ন অংশের পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করা যায়, তাকে বাংলা ব্যাকরণ বলে।”

 

ব্যাকরণের বৈশিষ্ট্য:

১। ব্যাকরণ ভাষার নানা প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ করে।

২। ব্যাকরণ ভাষার অভ্যন্তরীণ নিয়মকানুন ও রীতিনীতি শৃঙ্খলাবদ্ধ করে থাকে।

৩। ব্যাকরণ ভাষাকে অনুকরণ ও অনুসরণ করে।

৪। ব্যাকরণ ধ্বনি, শব্দ ও বাক্য নিয়ে কাজ করে।

৫। ব্যাকরণের জ্ঞান ভাষাকে বিশুদ্ধ ও নির্ভুল রাখতে সহায়তা করে।

৬। ব্যাকরণ ভাষাকে নিয়ন্ত্রণ করে না; বরং ভাষাই ব্যাকরণকে নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন……

 

Advertisements

Leave a Reply