Advertisements

প্রশ্নঃ মহিলাদের বোরকার ধরণ কী রূপ হওয়া ইসলামে নির্দেশ আছে জানতে চাই?

Author:

Published:

Updated:

কোরআন-হাদীসের আলোকে শাফাআত
Advertisements

প্রশ্নঃ মহিলাদের বোরকার ধরণ কী রূপ হওয়া ইসলামে নির্দেশ আছে জানতে চাই?

Rate this post

প্রশ্নঃ মহিলাদের বোরকার ধরণ কী রূপ হওয়া ইসলামে নির্দেশ আছে জানতে চাই?

→ উত্তর:

ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এটি এমন এক জীবন বিধান যা মানুষকে নৈতিকতা শিক্ষার প্রতি সমধিক গুরুত্ব দেয়। আর নৈতিকতার অন্যতম রক্ষাকবচ হলো পর্দা। পর্দা নামায-রোযার মতোই ফরয বিধান।

 

এ প্রসঙ্গে পবিত্র কুরআনুল করীমে মহান আল্লাহ্ তা’আলা এরশাদ করেন-

 

و قُلْ لِّلْمُؤْمِنَتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَ لا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَ
لِيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ الآية

 

তরজমা:

(হে নবী) আপনি মু’মিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আর তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশ ঢেকে রাখে। [সুরা নূর, আয়াত-৩১।

“নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।” এটি কোন সূরার কোন আয়াত

পর্দার আয়াত নাযিল হওয়ার পর আরবের অবাধ নীতিতে চলতে অভ্যস্ত মহিলারা ঘর থেকে বের হওয়ার সময় মাথার ওপর প্রশস্ত কালো চাদর (জিলবাব ফেলে তা দিয়ে সমস্ত মাথা, মুখমণ্ডল ও সারা শরীর আবৃত করে নিত। বলাবাহুল্য যে, এ চাদরই ক্রমবিবর্তনের ধারায় বর্তমান সভ্যতায় এসে বোরকার রূপ পরিগ্রহ করেছে।

অতএব, বর্তমানে পর্দার নির্দেশ পালনের জন্য মুসলিম মহিলাদের বোরকা পরিধান করেই বের হওয়া সমীচিন। বোরকা পরিধানের উদ্দেশ্য হলো সুন্দরভাবে মাথা, মুখমন্ডল ও পুরো দেহাবয়ব আচ্ছাদিত করা। বোরকার ব্যবহার ফ্যাশন বা পর পুরুষকে আকৃষ্ট করা অথবা লোক দেখানো নয়। বোরকা কোন রংয়ের তার কোন নির্দেশনা না থাকলেও বোরকা যেন বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকে সুদৃষ্টি দিতে হবে।

বোরকা চাকচিক্য পূর্ণ ও দৃষ্টিনন্দন অর্থাৎ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এমন বোরকা পরিধান করা জায়েয নেই।

তাছাড়া বোরকা শরীয়তসম্পন্ন হওয়ার জন্য কতিপয় শর্ত রয়েছে। যেমন-

ক. বোরকা এমন হবে যাতে সমস্ত শরীর ঢেকে যায়।

খ. বোরকার কাপড় মোটা হতে হবে, যাতে শরীরের কোন অঙ্গ দেখা না যায়।

গ. কাপড় এমন কারুকার্য খচিত, নকশাদার, চাকচিক্যপূর্ণ না হওয়া অর্থাৎ দৃষ্টি আকর্ষণকারী রংঙের না হওয়া।

ঘ. ঢিলে ঢালা হতে হবে, ও সংকীর্ণ না হওয়া, যাতে শরীরের অবয়ব বুঝা না যায়।

চ. পুরুষের পরিদেয় পোষাকের সাদৃশ্য না হওয়া ইত্যাদি।

 

তাই মহিলাদের বোরকা এমন হওয়া উচিত যাতে তাদের শরীরের উঁচু নিচু অংশ বা অঙ্গসমূহ ফুটে না ওঠে এবং চাকচিক্য না হয় । যাতে পর পুরুষের দৃষ্টি আকর্ষণ না হয়।

উত্তর দিয়েছেনঃ

অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান।

কবরের প্রশ্ন | কবরের প্রশ্ন ও উত্তর | মৃত্যুর পর

তথ্য সংগ্রহঃ মাসিক তরজুমানে আহলে সুন্নত

নিয়মিত তরজুমান -এ- আহলে সুন্নত পড়ুন।

07. Rajab

get study online telegram channel
Advertisements


Related Posts

About the author

Advertisements

One response to “প্রশ্নঃ মহিলাদের বোরকার ধরণ কী রূপ হওয়া ইসলামে নির্দেশ আছে জানতে চাই?”

Advertisements

Leave a Reply

Advertisements
Back to top arrow
এমন কোন কাজ বিবাহিত মেয়েরা রোজ করে, কিন্তু অবিবাহিত মেয়েরা পারেনা? Give up these 5 habits today, to live longer 22 things to know before going to India Adventure Awaits: Top 10 Things to Do in Wari Chora, South Meghalaya Top 10 Reasons Why Should Plastic Be Banned
এমন কোন কাজ বিবাহিত মেয়েরা রোজ করে, কিন্তু অবিবাহিত মেয়েরা পারেনা? Give up these 5 habits today, to live longer 22 things to know before going to India Adventure Awaits: Top 10 Things to Do in Wari Chora, South Meghalaya Top 10 Reasons Why Should Plastic Be Banned
এমন কোন কাজ বিবাহিত মেয়েরা রোজ করে, কিন্তু অবিবাহিত মেয়েরা পারেনা? Give up these 5 habits today, to live longer 22 things to know before going to India Adventure Awaits: Top 10 Things to Do in Wari Chora, South Meghalaya Top 10 Reasons Why Should Plastic Be Banned
Enable Notifications OK No thanks