Table of Contents
ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা লেখ।
ব্যাকরণ কাকে বলে?
উত্তর:
ব্যাকরণ যে-কোনো ভাষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক ভাষারই ব্যবহার সংক্রান্ত কিছু বিধিবিধান রয়েছে, সেসব বিধিবিধানের সমষ্টিই ব্যাকরণ। নিচে ব্যাকরণের সংজ্ঞার্থ ও ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হলো:
ব্যাকরণের পরিচয়:
আভিধানিক অর্থ:
ব্যাকরণ শব্দটি সংস্কৃত বি + আ + কৃ + অন থেকে উদ্গত।
এর আভিধানিক অর্থ- কোনোকিছুকে বিশেষভাবে বিশ্লেষণ করা।
পারিভাষিক সংজ্ঞার্থ: সাধারণত যে শাস্ত্রে কোনো ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ আছে এবং যা পাঠ করলে ভাষা শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায়, তাকে সে এ ভাষার ব্যাকরণ বলে।
ড. সুকুমার সেনের মতে, যে গ্রন্থে ভাষার বিচার-বিশ্লেষণ আছে তাকে ব্যাকরণ বলে।
ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা: ব্যাকরণ পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিম্নরূপ :
১। কোনো ভাষার বিশুদ্ধ রূপ জানা ও তার ব্যবহার শিখতে হলে ব্যাকরণের জ্ঞান অপরিহার্য।
২। ব্যাক’রণ পাঠের মাধ্যমেই ভাষার উচ্চারণ ও বানান শিক্ষা সহজ হয়।
৩। ভাষাকে ত্রুটি-বিচ্যুতি থেকে মুক্ত করার জন্য ব্যাকরণ পাঠ আবশ্যক।
৪। বাক্যের অন্তর্গত পদসমূহের বিশ্লেষণের মাধ্যমে বিশুদ্ধ বাক্যগঠন সহজ হয়।
৫। ভাষার সৌন্দর্যবর্ধন ও ভাষালংকার আয়ত্ত করতে হলে ব্যাকরণের জ্ঞান অপরিহার্য।
৬। ধ্বনি, বর্ণ, পদ ও বিভক্তি সম্পর্কিত যাবতীয় বিধান সম্পর্কে যথার্থ জ্ঞানলাভের জন্য ব্যাকরণ পাঠ অপরিহার্য।
ভাষা সম্পর্কে গভীর জ্ঞান রাখার জন্য ব্যাকরণ পাঠ অপরিহার্য। কেননা ব্যাকরণের মাধ্যমে মার্জিত বিশুদ্ধ ভাষা শেখা যায়।
আরও পড়ুন……
- বাংলা ভাষা, মাতৃভাষা ও রাষ্ট্রভাষার সংজ্ঞার্থ উদাহরণসহ আলোচনা কর।
- ভাষা কাকে বলে ? বাংলা ভাষার প্রধান রূপ কয়টি ও কী কী ?
- জাতীয় পতাকা অনু-চ্ছেদ
- রেলগাড়ি অনু-চ্ছেদ
- ভাবসম্প্রসারণ : মিথ্যা শুনিনি ভাই – এই হৃদয়ের চেয়ে বড়
- ভাষা আন্দোলন রচনা (বাংলা ২য় পত্র )
- স্বার্থমগ্ন যে জন বিমুখ ভাবসম্প্রসারণ | বাং’লা ২য় পত্র
- পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ও সকল প্রশ্নোত্তর জেনে নিন ২০২৪
[…] […]