ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা লেখ।

1
296
অফিস ছুটির জন্য আবেদন
অফিস ছুটির জন্য আবেদন
Advertisements
5/5 - (1 vote)

ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা লেখ।

ব্যাকরণ কাকে বলে?

উত্তর:

ব্যাকরণ যে-কোনো ভাষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক ভাষারই ব্যবহার সংক্রান্ত কিছু বিধিবিধান রয়েছে, সেসব বিধিবিধানের সমষ্টিই ব্যাকরণ। নিচে ব্যাকরণের সংজ্ঞার্থ ও ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হলো:

ব্যাকরণের পরিচয়:

Advertisements

আভিধানিক অর্থ:

ব্যাকরণ শব্দটি সংস্কৃত বি + আ + কৃ + অন থেকে উদ্‌গত।

এর আভিধানিক অর্থ- কোনোকিছুকে বিশেষভাবে বিশ্লেষণ করা।

পারিভাষিক সংজ্ঞার্থ: সাধারণত যে শাস্ত্রে কোনো ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ আছে এবং যা পাঠ করলে ভাষা শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায়, তাকে সে এ ভাষার ব্যাকরণ বলে।

ড. সুকুমার সেনের মতে, যে গ্রন্থে ভাষার বিচার-বিশ্লেষণ আছে তাকে ব্যাকরণ বলে।

ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা: ব্যাকরণ পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিম্নরূপ :

১। কোনো ভাষার বিশুদ্ধ রূপ জানা ও তার ব্যবহার শিখতে হলে ব্যাকরণের জ্ঞান অপরিহার্য।

২। ব্যাক’রণ পাঠের মাধ্যমেই ভাষার উচ্চারণ ও বানান শিক্ষা সহজ হয়।

৩। ভাষাকে ত্রুটি-বিচ্যুতি থেকে মুক্ত করার জন্য ব্যাকরণ পাঠ আবশ্যক।

৪। বাক্যের অন্তর্গত পদসমূহের বিশ্লেষণের মাধ্যমে বিশুদ্ধ বাক্যগঠন সহজ হয়।

৫। ভাষার সৌন্দর্যবর্ধন ও ভাষালংকার আয়ত্ত করতে হলে ব্যাকরণের জ্ঞান অপরিহার্য।

৬। ধ্বনি, বর্ণ, পদ ও বিভক্তি সম্পর্কিত যাবতীয় বিধান সম্পর্কে যথার্থ জ্ঞানলাভের জন্য ব্যাকরণ পাঠ অপরিহার্য।

ভাষা সম্পর্কে গভীর জ্ঞান রাখার জন্য ব্যাকরণ পাঠ অপরিহার্য। কেননা ব্যাকরণের মাধ্যমে মার্জিত বিশুদ্ধ ভাষা শেখা যায়।

 

আরও পড়ুন……

Advertisements

1 COMMENT

Leave a Reply