সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪ | প্রশ্নঃ কী এমন জিনিস যা না ঢুকলে আমরা থুতু দিয়ে ভিতরে ঢোকায়?

0
135
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪ | কারেন্ট নিউজ পর্ব #০১
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪ | কারেন্ট নিউজ পর্ব #০১
Advertisements
5/5 - (1 vote)

Table of Contents

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪ | কারেন্ট নিউজ পর্ব #০৩

প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের চাকরির পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ । আজকের এই পোস্টে পাচ্ছেন সাধারণ জ্ঞান নিয়ে নতুন নতুন কিছু আপডেট এটা ধারাবাহিক ভাবে চলতে থাকবে । অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না । আপডেট সাধারণ জ্ঞানের পিডিএফ ফাইল পেতে যুক্ত হোন আমাদের টেলিগ্রাম গ্রুপে ।

কী এমন জিনিস যা না ঢুকলে আমরা থুতু দিয়ে ভিতরে ঢোকায়?

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪ | কারেন্ট নিউজ

এমন কোন কাজ বিবাহিত মেয়েরা রোজ করে, কিন্তু অবিবাহিত মেয়েরা পারেনা?

দেশের মেধাবী ছাত্র-ছাত্রীরা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিয়ে থাকে। বিশেষ করে সাধারণ জ্ঞানের পাশাপাশি সাম্প্রতিক ঘটনা ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলোর সম্পর্কে জানা উচিত। কিন্তু ইন্টারভিউতে এর বাইরেও কিছু প্রশ্ন করা হয় প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য।

Advertisements

যদিও অনেকেই ঘাবড়ে যান কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে সহজেই উত্তর দেওয়া যায়।

এবার দেখে নেওয়া যাক-

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্য অধিকাংশ রাজ্যের সীমানা ছুঁয়েছে?
উত্তরঃ উত্তর প্রদেশ।

উত্তরপ্রদেশ (হিন্দি: उत्तर प्रदेश, উর্দু: ااتر پردیش‎‎; /ˌʊtər prəˈdɛʃ/; হিন্দুস্তানি: ˈʊtːəɾ pɾəˈdeːʃ, আক্ষ.) উত্তর ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। ১৯৩৭ সালের ১ এপ্রিল ‘যুক্তপ্রদেশ’ নামে এই রাজ্য গঠিত হয়েছিল। ১৯৫০ সালে এর নাম বদলে ‘উত্তরপ্রদেশ’ রাখা হয়। লখনউ এই রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর। গাজিয়াবাদ, কানপুর, মোরাদাবাদ, বেরেলি, আলিগড় ও বারাণসী রাজ্যের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। ২০০০ সালের ৯ নভেম্বর উত্তরপ্রদেশের হিমালয়-সংলগ্ন অঞ্চলটিকে বিচ্ছিন্ন করে ‘উত্তরাঞ্চল’ (অধুনা উত্তরাখণ্ড) রাজ্য গঠিত হয়।

২) প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব সংবিধানের কোন অনুচ্ছেদে আসে?
উত্তরঃ ৭৮ ধারায়

৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে করোনা ভাইরাসের প্রথম কেস পাওয়া যায়?
উত্তরঃ কেরালা।

৪) প্রশ্নঃ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত দ্বীপের নাম কি?
উত্তরঃ কাচাথিভু।

৫) প্রশ্নঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর প্রথম ভারতীয় গভর্নর কে?
উত্তরঃ সিডি দেশমুখ

৬) প্রশ্নঃ ভারতের দীর্ঘতম রেলওয়ে অঞ্চল কোনটি?
উত্তরঃ উত্তর রেলওয়ে।

৭) প্রশ্নঃ খেলাধুলায় শ্রেষ্ঠত্বের জন্য কোন পুরস্কার দেওয়া হয়?
উত্তরঃ অর্জুন পুরস্কার।

৮) প্রশ্নঃ পৃথিবীর বয়স নির্ণয়ের জন্য কোন মৌলের আইসোটোপ ব্যবহার করা হয়?
উত্তরঃ কার্বন।

৯) প্রশ্নঃ কোন ভাইসরয়কে “ভারতীয় রেলের জনক” বলা হয়?
উত্তরঃ লর্ড ডালহৌসি।

১০) প্রশ্নঃ ইতালির রাজধানী রোম নিচের কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ টাইবার।

১১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সূর্য প্রথম উদিত হয়?
উত্তরঃ অরুণাচল প্রদেশ (দোং গ্রাম)।

১২) প্রশ্নঃ বুলেটপ্রুফ জানালায় কোন ফাইবার ব্যবহার করা হয়?
উত্তরঃ পলিকার্বোনেট।

১৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূলরেখা রয়েছে?
উত্তরঃ গুজরাট।

১৪) প্রশ্নঃ কোন বিশিষ্ট ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ আশা পূর্ণা দেবী।

১৫) প্রশ্নঃ এমন কোন কাজ বিবাহিত মেয়েরা রোজ করে, কিন্তু অবিবাহিত মেয়েরা পারেনা?
উত্তরঃ সিঁদুর লাগানো।

১৬) প্রশ্নঃ ভারত ও পাকিস্তানের সীমান্তের নাম কী?
উত্তরঃ র‍্যাডক্লিফ লাইন।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪ | কারেন্ট নিউজ

১৭) প্রশ্নঃ কোন গ্যাসটি “লাফিং গ্যাস” নামে পরিচিত?
উত্তরঃ নাইট্রাস অক্সাইড।

১৮) প্রশ্নঃ ভারতের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত রেল অ্যাম্বুলেন্স পরিষেবা কোথায় শুরু হয়েছিল?
উত্তরঃ মুম্বাই।

১৯) প্রশ্নঃ ১৮৬৭ সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ লর্ড ক্যানিং।

২০) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে অভ্যন্তরীণ অংশটি কী দিয়ে তৈরি?
উত্তরঃ লোহা এবং নিকেল।

২১) প্রশ্নঃ স্বামী বিবেকানন্দের আসল নাম কি ছিল?
উত্তরঃ নরেন্দ্রনাথ দত্ত।

২২) প্রশ্নঃ কোন সংস্থা “ভারতীয়দের জন্য ভারত” স্লোগান দিয়েছিল?
উত্তরঃ আর্য সমাজ।

২৩) প্রশ্নঃ কোন নদী বিন্ধ্যাচল ও সাতপুরা পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
উত্তরঃ নর্মদা।

২৪) প্রশ্নঃ ভারতের প্রথম বহুমুখী প্রকল্প কোন নদীর উপর নির্মিত হয়েছিল?
উত্তরঃ দামোদর নদী।

২৫) প্রশ্নঃ ভারতে প্রথম স্থাপিত পরমাণু কেন্দ্র কোনটি?
উত্তরঃ তারাপুর পারমাণবিক কেন্দ্র।

২৬) প্রশ্নঃ বিহু কোনটির একটি জনপ্রিয় উৎসব?
উত্তরঃ আসাম।

২৭) প্রশ্নঃ বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত?
উত্তরঃ তামিলনাড়ু।

২৮) প্রশ্নঃ পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন?
উত্তরঃ লালা রাজপত রায়।

২৯) প্রশ্নঃ কার জন্মদিন “ডাক্তার দিবস” হিসেবে পালিত হয়?
উত্তরঃ ডক্টর বিধান চন্দ্র রায়।

৩০) প্রশ্নঃ কী এমন জিনিস যা না ঢুকলে আমরা থুতু দিয়ে ভিতরে ঢোকায়?
উত্তরঃ সুঁচের মধ্যে সুতা ঢোকানোর সময় (বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়)।

৩১. প্রশ্নঃ বাংলাদেশে প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ৩১ ডিসেম্বর, ১৯৭৩
৩২. প্রশ্নঃ বাংলাদেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৮৫ সালে
৩৩. প্রশ্নঃ সংসদ কক্ষে সামনের দিকের আসনগুলোকে কি বলে?
উত্তরঃ ট্রেজারি বেঞ্চ
৩৪. প্রশ্নঃ রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান কে?
উত্তরঃ স্পিকার
৩৫. প্রশ্নঃ বাংলাদেশ স্কয়ার’ কোথায় অবস্থিত?
উত্তরঃ লাইবেরিয়ায়
৩৬. প্রশ্নঃ জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে?
উত্তরঃ হুমায়ূন রশীদ চৌধুরী
৩৭. প্রশ্নঃ টিপু সুলতান কোন অঞ্চলের শাসনকর্তা ছিলেন?
উত্তরঃ মহীশূর
৩৮. প্রশ্নঃ ফরাসি বিপ্লবের শিশু নামে পরিচিত কে?
উত্তরঃ নেপোলিয়ান
৩৯. প্রশ্নঃ আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয় কবে?
উত্তরঃ ১৯৮৯ সালে
৪০. প্রশ্নঃ কলকাতা নগরী পত্তন করেন কে?
উত্তরঃ জব চার্নক

৪১. প্রশ্নঃ কোন দ্বীপপুঞ্জ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে?
উত্তরঃ কুড়িল
৪২. প্রশ্নঃ নানকিং চুক্তি সাক্ষরিত হয় কত সালে?
উত্তরঃ ১৮৪২ সালে (২৯ আগস্ট)
৪৩. প্রশ্নঃ NATO’র ২৯তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ব্রাসেলস, বেলজিয়াম
৪৪. প্রশ্নঃ UNICEF’র কনিষ্ঠ শুভেচ্ছা দূত কে?
উত্তরঃ মিলি ববি ব্রাউন
৪৫. প্রশ্নঃ ইকোলজি’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
উত্তরঃ জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল
৪৬. প্রশ্নঃ প্রতি কেজি বাতাসে ওজোনের গড় ঘনত্ব কত?
উত্তরঃ ৬৩৫ মাইক্রোগ্রাম
৪৭. প্রশ্নঃ জাতিসংঘের রেডিও অয়েবসাইটে কতটি ভাষায় খবর প্রচারিত হয়?
উত্তরঃ ৯টি
৪৮. প্রশ্নঃ জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৬১ সালে
৪৯. প্রশ্নঃ রোটারি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ পল পি হ্যারিস
৫০. প্রশ্নঃ ভারতের RBI’র নতুন গভর্নর হিসেবে নিয়োগ লাভ করেন কে?
উত্তরঃ সাবেক অর্থসচিব শক্তিকান্ত দাস

৫১. প্রশ্নঃ ডিজেল পোড়ানোর ফলে বাতাসে কোন গ্যাস বৃদ্ধি পায়?
উত্তরঃ সালফার-ডাই-অক্সাইড
৫২. প্রশ্নঃ World Wide Fund for Nature’র সদরদপ্তর কোথায়?
উত্তরঃ গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
৫৩. প্রশ্নঃ ভূমিকম্পের ফলে বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে?
উত্তরঃ ব্রহ্মপুত্র
৫৪. প্রশ্নঃ বাংলাদেশের গড় তাপমাত্রা কত?
উত্তরঃ ২৬.০১ ডিগ্রি
৫৫. প্রশ্নঃ প্রাকৃতিক চুম্বককে পূর্বে কি বলা হতো?
উত্তরঃ লোডস্টোন
৫৬. প্রশ্নঃ একটি আদর্শ গেম পোর্টে কানেক্টর কত পিন বিশিষ্ট?
উত্তরঃ ১৫ পিন
৫৭. প্রশ্নঃ শেখ হাসিনা ধরলা সেতু’ কোন দু’টি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তরঃ কুড়িগ্রাম-লালমনিরহাট
৫৮. প্রশ্নঃ মুক্তিযুদ্ধকালীন কতটি ফোর্স ছিলো?
উত্তরঃ ৩টি (কে ফোর্স, এস ফোর্স ও জেড ফোর্স)
৫৯. প্রশ্নঃ বাংলাদেশে মুক্তিযুদ্ধ দিবস পালিত হয় কত তারিখে?
উত্তরঃ ১ ডিসেম্বর
৬০. প্রশ্নঃ বিহঙ্গ দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ পাথরঘাটা, বরগুনা

৬১. প্রশ্নঃ বিশ্বে কোন শহরে প্রথম সেলফোন চালু হয়?
উত্তরঃ শিকাগো, যুক্তরাষ্ট্র
৬২. প্রশ্নঃ ব্রিটিশ রানী এলিজাবেথের সাংকেতিক নাম কি?
উত্তরঃ লন্ডন ব্রিজ
৬৩. প্রশ্নঃ বিশ্বের নির্মানাধীন সর্বোচ্চ ভবন ‘কিংডম টাওয়ার’ কোথায় অবস্থিত?
উত্তরঃ জেদ্দা, সৌদি আরব (১০০০ মিটার)
৬৪. প্রশ্নঃ সৌদি আরবের প্রথম নারী মন্ত্রীর নাম কি?
উত্তরঃ তামাদুর বিনতে ইউসেফ আল রামাহ
৬৫. প্রশ্নঃ আরব লীগের অষ্টম মহাসচিব কে?
উত্তরঃ আহমেদ আবুল ঘেইত
৬৬. প্রশ্নঃ বাংলাদেশে সর্বশেষ কৃষিশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ২০০৮ সালে
৬৭. প্রশ্নঃ বাংলাদেশে সর্বপ্রথম চা-বাগান প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৮৪০ সালে (চট্টগ্রাম ক্লাব এলাকায়)
৬৮. প্রশ্নঃ টরি-৭ কোন ফসলের জাত?
উত্তরঃ সরিষা
৬৯. প্রশ্নঃ মানবদেহে রক্তচাপ নির্ণয়ের যন্ত্রের নাম কি?
উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার
৭০. প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশে পরমানু চিকিৎসা কেন্দ্রের সংখ্যা কত?
উত্তরঃ ১৪টি

৭১. প্রশ্নঃ বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ ডা. মুহাম্মদ ইব্রাহিম
৭২. প্রশ্নঃ কুষ্ঠরোগের চিকিৎসা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ নীলফামারী
৭৩. প্রশ্নঃ কোন হরমনের প্রভাবে দাড়ি গোঁফ গজায়?
উত্তরঃ টেস্টোস্টেরন/h2>
৭৪. প্রশ্নঃ WHO বাংলাদেশের কোন শহরকে দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘হেলদি সিটি’ ঘোষণা করেছে?
উত্তরঃ চট্টগ্রাম
৭৫. প্রশ্নঃ কোন ভাইরাসের কারণে সার্স রোগ হয়?
উত্তরঃ করোনা
৭৬. প্রশ্নঃ মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ১৮ ইঞ্চি
৭৭. প্রশ্নঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী নিয়োগ দেন কে?
উত্তরঃ রাষ্ট্রপতি
৭৮. প্রশ্নঃ কোন দেশের সংসদের নাম ‘দুমা’?
উত্তরঃ রাশিয়া
৭৯. প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেছিলেন?
উত্তরঃ ধ্রুব
৮০. প্রশ্নঃ দুধের মধ্যে যে শর্করা থাকে তার নাম কি?
উত্তরঃ ল্যাকটোজ

৮১. প্রশ্নঃ বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস কি?
উত্তরঃ মূল্য সংযোজন কর
৮২. প্রশ্নঃ জুটন আবিষ্কার করেন কে?
উত্তরঃ ড. মোহাম্মদ সিদ্দিকুল্লাহ
৮৩. প্রশ্নঃ নির্মিতব্য মেট্রোরেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তরঃ ২০.১ কিমি.
৮৪. প্রশ্নঃ ন্যায়পাল সম্পর্কে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে?
উত্তরঃ ৭৭নং
৮৫. প্রশ্নঃ মার্কিন সংবিধান রচিত ও প্রণীত হয় কবে?
উত্তরঃ ১৭৮৭ সালে
৮৬. প্রশ্নঃ শব্দের দিক থেকে বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের?
উত্তরঃ ভারত
৮৭. প্রশ্নঃ শব্দের দিক থেকে ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোন দেশের?
উত্তরঃ মোনাকো
৮৮. প্রশ্নঃ টেস্ট ম্যাচে বাংলাদেশের সেরা বোলিং ফিগার কার?
উত্তরঃ মেহেদী হাসান মিরাজ (১২/১১৭)
৮৯. প্রশ্নঃ টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি বল খেলা বাংলাদেশি ওপেনারের নাম কি?
উত্তরঃ সাদমান ইসলাম (১৯৯ বল)
৯০. প্রশ্নঃ নারীদের ব্যালন ডি’অর পুরষ্কার পান কে?
উত্তরঃ অ্যাডা হেগারবার্গ
৯১. প্রশ্নঃ The Aqua Pod কি?
উত্তরঃ দুবাইয়ের ভাসমান সুপার মার্কেট
৯২. প্রশ্নঃ মুকেশ ধীরুভাই আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়েতে খরচের পরিমান কত?
উত্তরঃ ১০ কোটি মার্কিন ডোলার
৯৩. প্রশ্নঃ কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের ‘বাংলাদেশ’ নামকরন করেন?
উত্তরঃ ৫ ডিসেম্বর, ১৯৬৯

৯৪. প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
উত্তরঃ গাজীপুরে
৯৫. প্রশ্নঃ বাংলাদেশে কতটি চিনি কল রয়েছে?
উত্তরঃ ১৫টি
৯৬. প্রশ্নঃ পদ্মা সেতুর প্রস্থ কত মিটার?
উত্তরঃ ১৮.১০ মিটার
৯৭. প্রশ্নঃ সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হয়?
উত্তরঃ ১১৮নং
৯৮. প্রশ্নঃ সরকারি নিয়োগ লাভে সমতার কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
উত্তরঃ ২৯নং
৯৯. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উত্তরঃ ১৫২নং
১০০. প্রশ্নঃ বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনারের নাম কি?
উত্তরঃ বেগম কবিতা খানম

Advertisements

Leave a Reply