ব্যাংক ঋণের জন্যে আবেদনপত্র (নমুনা)

0
230
অফিস ছুটির জন্য আবেদন
অফিস ছুটির জন্য আবেদন
Advertisements
Rate this post

ব্যাংক ঋণের জন্যে আবেদনপত্র

১৪ আগস্ট ২০২৩

ব্যবস্থাপক

ইসলামী ব্যাংক লি.

Advertisements

কালীগঞ্জ শাখা, ঝিনাইদহ

বিষয়: ব্যাবসায়িক ঋণ গ্রহণের জন্য আবেদন।

প্রিয় মহোদয়,

আপনার ব্যাংকে আমাদের সঞ্চয়ী ও চলতি উভয় প্রকার হিসাব খোলা আছে। আপনি হয়তো অবগত যে, আমাদের ব্যাবসায়িক প্রতিষ্ঠান মেসার্স সততা ট্রেডার্স দীর্ঘদিন ধরে আপনাদের ব্যাংকে সুনামের সাথে লেনদেন পরিচালনা করে আসছে। সম্প্রতি আমরা আমাদের ব্যবসা সম্প্রসারণের জন্য একটি নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। এ লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠানের নামে আনুমানিক ১০ (দশ) লক্ষ টাকা ব্যবসায়িক ঋণ গ্রহণ করা প্রয়োজন। উক্ত ঋণের মূলধনের অর্থ আমরা মোট ৩৬ কিস্তিতে ৩ বছরে পরিশোধ করতে চাই। ঋণ গ্রহণের ক্ষেত্রে আমরা আপনাদের ব্যাংকের সকল শর্ত মেনে চলব। উল্লেখ্য যে, ২০১৬ সালের জানুয়ারি মাসে আমরা আপনাদের ব্যাংক থেকে ৫ (পাঁচ) লক্ষ টাকা ঋণ নিই এবং তা যথাসময়ে পরিশোধ করি।

আমাদের চাহিদা মাফিক ঋণ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করছি।

আপনার বিশ্বস্ত

(স্বাক্ষর)

মাহমুদ রহমান

স্বত্বাধিকারী, সততা ট্রেডার্স

কালীগঞ্জ, ঝিনাইদহ

ইসলামী ব্যাংকের সঞ্চয়ী হিসাব নং: ১***********৭১৮

চলতি হিসাব নং: ১********১

সংযুক্তিঃ

১. ব্যবসা সম্প্রসারণের কর্মপরিকল্পনা

২. পূর্বের ঋণ পরিশোধের প্রমাণপত্র

ব্যাংক ঋণের জন্যে আবেদনপত্র Pdf  Download  করুন

Black-and-White-Stationery-Notes-A4-Document

আরও পড়ুন……

Advertisements

Leave a Reply