গ্যালাক্সি সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি কর। (বিজ্ঞান অংশ)

0
135
গ্যালাক্সি সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি কর
Advertisements
Rate this post

গ্যালাক্সি সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি কর।

উদ্দেশ্য: গ্যালাক্সির ধরন সম্পর্কে জানা।

প্রতিবেদন-

বর্ণনা:

Advertisements

গ্যালাক্সি বা ছায়াপথ মহাকর্ষীয় শক্তি দ্বারা আবদ্ধ একটি অতি বৃহৎ সুশৃঙ্খল ব্যবস্থা যা তারা, আন্তঃনাক্ষত্রিক গ্যাস ও ধূলিকণা, প্লাজমা এবং প্রচুর পরিমাণে অদৃশ্য বস্তু বা ডার্ক ম্যাটার দ্বারা গঠিত। গ্যালাক্সিগুলো আয়তনে কয়েক হাজার থেকে লক্ষ আলোকবর্ষ হতে পারে। এ বিশাল পরিসরে থাকে কোটি কোটি তারা এবং বিপুল ভরের ভাসমান বস্তুপুঞ্জ।

প্রায় ১৩৭৫ কোটি বৎসর আগে সৃষ্টি বিগ ব্যাং-এর সূত্রে গ্যালাক্সিগুলো তৈরি হয়েছিল। এ বিগ ব্যাং-এর ৩ মিনিট থেকে ১০০,০০০ বছরের মধ্যে তৈরি হয়েছিল দুটি অন্যতম মৌলিক পরমাণু। এ পরমাণু দুটি হলো হাইড্রোজেন ও হিলিয়াম। এছাড়া ছিল বিপুল পরিমাণ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন প্লাজমা। সব মিলিয়ে যে বিপুল বস্তুকণার সমাবেশ ঘটেছিল, সেগুলো প্রচন্ড গতিতে বিগ ব্যাং -এর কেন্দ্র থেকে দূরে সরে যাচ্ছিল। বলাবাহুল্য, এ সময় এ সকল কণিকাও ছিল অত্যন্ত উত্তপ্ত।

ক্রমে ক্রমে এগুলো শীতল হতে থাকলো এবং এদের ভিতরের আন্তঃআকর্ষণের কারণে- বস্তুপুঞ্জ কাছাকাছি চলে এসেছিল। স্থান বিশেষে দলবদ্ধ বস্তুপুঞ্জের ঘনত্বের বৃদ্ধির ফলে কোন কোন অংশে সৃষ্টি হয়েছিল অতিরিক্ত মহাকর্ষীয় আকর্ষণ। এ আকর্ষণের ফলে একটি ঘূর্ণন গতির সৃষ্টি হয়েছিল। অঞ্চল বিশেষে বস্তুপুঞ্জের আকর্ষণ ক্ষমতার তারতম্যে নিজস্ব এলাকার ব্যাপ্তি কম-বেশি ছিল। যে সকল অঞ্চলে অল্প জায়গার মধ্যে বিপুল বস্তুর সমাবেশ ঘটেছিল, সে সকল অঞ্চল বেশি দ্রুত গতিতে ঘুরতো। এ ঘূর্ণন গতির কারণে মহাকাশের মেঘগুলো একটি ঘূর্ণায়মান চাকতিতে পরিণত হয়েছিল।

অন্যদিকে যে সকল অঞ্চলে পর্যাপ্ত ঘূর্ণনগতি লাভ করতে পারে নি, সেসব অঞ্চলে বস্তুপুঞ্জ ডিম্বাকৃতির পিন্ডে পরিণত হয়েছিল। এ জাতীয় বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে বস্তুপুঞ্জসমূহ বিভিন্ন আকৃতির একক দল গঠনে সক্ষম হয়েছিল এবং এ প্রক্রিয়ার ফসলই হলো মহাকাশের গ্যালাক্সি। ধারণা করা হয়, প্রায় ১ হাজার কোটি বৎসরের দিকে আদি গ্যালাক্সিগুলো সৃষ্টি হয়েছিল। আমাদের ছায়াপথ সৃষ্টি হয়েছিল ১৩৬০ কোটি বছরের দিকে।

তথ্যসূত্র: বিজ্ঞান অনুসন্ধানী পাঠ (ষষ্ঠ শ্রেণি)

আরও পড়ুন……

গ্যালাক্সি সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি কর

 

Advertisements

Leave a Reply