প্রতিদিনের গুরুত্বপূর্ণ দোয়া সমূহ | লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

2
232
পাচঁ ওয়াক্ত নামাজের ফজিলত |ফজরের নামাজের ফজিলত
পাচঁ ওয়াক্ত নামাজের ফজিলত |ফজরের নামাজের ফজিলত
Advertisements
5/5 - (7 votes)

প্রতিদিনের গুরুত্বপূর্ণ দোয়া সমূহ | লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

দোয়া বা প্রার্থনা ইবাদতের মস্তিষ্ক। ইসলামে, প্রার্থনা একটি পৃথক ইবাদত। “আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানিত আর কিছু নেই” (ইবনে মাজাঃ ৩৮২৯)। যারা অহংকারবশত এই দোয়া ত্যাগ করে তাদের জন্য পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকারবশত আল্লাহর ইবাদত করে না তারা অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।’ (সূরা আল মুমিন : ৬০)

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটি গুরুত্বপূর্ণ আমল। এর ফজিলত ও সওয়াব অনেক । এ আমল করার ব্যাপারে হাদীসে অনেক বর্ণনা রয়েছে।

আবু মূসা আশআরী (রাদিয়াল্লাহু আনহু) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একবার আমাকে বললেন, আমি তোমাকে জান্নাতের ভান্ডার সম্পর্কে কি বলে দিব? আমি বললাম, অবশ্যই বলুন, হে আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

Advertisements

তিনি বলেন, لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ (লা হাওলা আলা কুওয়াতা ইল্লা বিল্লাহ)

(বুখারি, হাদিস: ২৯৯২; মুসলিম, হাদিস: ২৭০৪, তিরমিজি, হাদিস: ৩৩৭৪; আবু দাউদ, হাদিস: ২১)

Abu Musa Ash’ari (radiyallahu anhu) narrates, Rasulullah (sallallahu alaihi wasallam) once said to me, “What shall I tell you about the treasures of Paradise?” I said, definitely say, O Messenger of Allah, may God bless him and grant him peace!

He said, لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ (La Hawla Ala Quwata Illa Billah)

(Bukhari, Hadith: 2992; Muslim, Hadith: 2704, Tirmidhi, Hadith: 3374; Abu Dawud, Hadith: 21:)

আবু জর (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেন, রাসুল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে একবার বললেন—‘আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটির সন্ধান দেবো না? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর রাসুল। তিনি বলেন, ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। (আহমাদ, হাদিস : ২০৮২৯)

আরো পড়ুন : প্রতিদিনের গুরুত্বপূর্ণ দোয়া সমূহ | শ্রেষ্ঠ দোয়া সমূহ | দোয়া english meaning

‘Shall I not let you find one of the treasures of Paradise? I said, Yes, Messenger of God. He said, ‘La hawla wala kuwata illa billah. (Ahmad, Hadith: 20829)

হযরত হাযিম ইবনে হারমালা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, আমি রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পাশ দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বললেন, হে হাজীম! তুমি “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ” বাক্যটি বেশি বেশি পাঠ কর। কারণ এটা জান্নাতের গুপ্তধন গুলোর একটি। (বুখারি, হাদিস ৪২০৪, ৬৩৮৪, ৬৪০৯, ৭৩৮৬, মুসলিম ৫৮৯)

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

Hazim Ibn Harmala (radiyallahu anhu) said, I was passing by the Messenger of Allah (sallallahu alaihi wasallam). He said to me, O Hajim! You recite the phrase “La Hawla Wala Quwata Illa Billah” a lot. Because it is the treasure of paradise.

“লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ” পাঠ করার ফযীলত

কাইস ইবনু সাদ ইবনু উবাদাহ (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত আছে, আমি নামাজরত থাকা অবস্থায় (নামাজ শেষ করেছি মাত্র) নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমার কাছ দিয়ে গমন করলেন। তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত (ইশারা) করে বললেন, আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাব না? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ (আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারো নেই)। (তিরমিজি, হাদিস : ৩৫৮১)

হযরত কায়স (রাদিয়াল্লাহু আনহু) বলেন, রাসুল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি তখন মাত্র নামাজ শেষ করেছি। তিনি আমাকে তার কদম মুবারক দিয়ে আঘাত করলেন। বললেন—জান্নাতের দরজাগুলোর একটি কি তা আমি তোমাকে বলবো? আমি বললাম, অবশ্যই। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ।
(সুনান তিরমিজি, হাদিস : ৩৫৮১)

আবু যুবায়ের (রহ.) হতে বর্ণিত, আবদুল্লাহ ইবন জুবায়ের (রাদিয়াল্লাহু আনহু) নামায শেষে তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ …) পাঠ করতেন। পাশাপাশি ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা না’বুদু ইল্লা ইয়্যাহু লাহুন-নি’মাহ … অতিরিক্ত বর্ণনা করে পরে উপরোক্ত হাদীছের অনুরূপ বর্ণনা করেছেন। (আবু দাউদ, হাদিস : ১৫০৭)

লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়

হজরত আবদুল্লাহ ইবনে আমর (রাদিয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি পৃথিবীতে বলবে, ‘লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়ালাহু আকবার, ওয়া লা-হাওয়ালা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’, তার পাপ ক্ষমা করা হয়। যদিও তা সাগরের ফেনার মতো (অনেক বেশি বা বেশি পরিমানের হয়)। (তিরমিজি, হাদিস : ৩৪৬০)

অর্থ : আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সুমহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপমুক্তির কোনো পথ নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই।

আরো পড়ুন : জানাজা নামাজের নিয়মাবলী | জানাযার নামাযের পদ্ধতি (হানাফী)

“লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ” পাঠ করার ফযীলত

হযরত সাফওয়ান ইবনু সুলাইম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কোন ফেরেশতাই “লা- হাওলা ওয়ালা কু-ওয়াতা ইল্লা বিল্লাহ” পাঠ না করে উর্ধ্বাকাশের দিকে গমন করেন না। (সুনান আত তিরমিজী- হাদীস নং- ৩৫৮২)

On the authority of Hazrat Safwan Ibn Sulaym Radiyallahu Anhu, he said, No angel moves towards the sky without reciting ‘La Hawla Wala Ku Wata Illah Billah’.

এর সনদ সহীহ মাকতু”।

হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ক্রয়কৃত কূপের বর্ণনা
প্রত্যেক রোগেরই প্রতিষেধক রয়েছে - আল হাদীস - রুকইয়াহ কি ?

আরো পড়ুন : এখনো সচল হজরত ওসমানের (রা) ব্যাংক অ্যাকাউন্ট

প্রত্যেক রোগেরই প্রতিষেধক রয়েছে – রুকইয়াহ কি ?

আরো পড়ুন : প্রতিদিনের শিক্ষামূলক ছোট হাদিস | স্বামী-স্ত্রীর মাঝে বিবাদ-বিচ্ছেদ সম্পর্কে ইসলাম কী বলে

Advertisements

2 COMMENTS

Leave a Reply