■ বিজ্ঞ ওলামাগণ মিসওয়াক ব্যবহারের ৭০ টি উপকারিতা উল্লেখ করেছেন।
উম্মুল মুমিনীন আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) বলেন, ‘মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রাতে বা দিনে যখনই ঘুম থেকে উঠতেন তখনই অজু করার আগে মিসওয়াক করতেন।’ (আহমদ, আবু দাউদ, মিশকাত, হাদিস নং ৩৫২)
স্বাভাবিক হচ্ছে ব্যাংকের পরিস্থিতি, ফিরল ৩০ হাজার কোটি টাকাজিএসও ডেস্ক: শেখ হাসিনার পতনের পর গত মাস থেকে ব্যাংকিং খাতে অস্থিরতার পর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংকিং খাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় আমানত বীমা দ্বিগুণ করে দুই লাখ টাকা করা হয়েছে।
অনাদি ও অনন্ত সত্ত্বা আল্লাহ রাব্বুল ‘আলামীন যখন একা ও অপ্রকাশিত ছিলেন, তখন তাঁর আত্মপ্রকাশের সাধ ও ইচ্ছা জাগরিত হলো। তখন তিনি একক সৃষ্টি হিসেবে নবী করিম [ﷺ]-এঁর নূর মোবারক পয়দা করলেন এবং নাম রাখলেন মুহাম্মদ [ﷺ] (কানজুদ্দাকায়েক -ইমাম গাযালী)। সেই নূরে মোহাম্মদী'র সৃষ্টি রহস্য ও প্রকৃতি সম্পর্কে স্বয়ং নবী করিম [ﷺ] মারফু মুত্তাসিল হাদীসের মাধ্যমে পরিষ্কার ব্যাখ্যা করে গেছেন। উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে রাসূলে পাক [ﷺ]-এঁর একনিষ্ঠ খাদেম ও মদিনার ৬ নং সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (رضي الله عنه) কর্তৃক।
মাথা ব্যথা দূর করার উপায় | দ্রুত মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায়রোগ হিসেবে আমরা মাথা ব্যথাকে (headache) তেমন গুরুত্ব না দিলেও আমাদের ভোগাতে এই ছোট্ট শব্দের জুড়ি নেই। প্রায় সব বয়সী মানুষই এই মাথা ব্যথা সমস্যায় কম বেশী ভুগে থাকেন। সাধারণত ঘুমের ঘাটতি, ক্লান্তি, দুশ্চিন্তা, মাইগ্রেন ইত্যাদি কারণে মাথা ব্যথা হয়ে থাকে। যেহেতু মাথা ব্যথা খুবই সাধারণ একটি রোগের নাম তাই আমাদের সবার এর ঘরোয়া প্রতিকার সম্পর্কে জানা দরকার।
200+ Best Happy Birthday Wishes for Dad : 2024 MessagesFather is an emotional name! Whenever I call my father, "father", an emotion is activated, which only a child and his father can understand. Baba's call is very sweet and emotional. Today's post is for those who want to wish dad on his birthday.