Table of Contents
অফিস ছুটির জন্য আবেদন
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভাল আছো । তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আবেদনপত্র ‘ অফিস ছুটির জন্য আবেদন‘। এই আবেদনপত্র তোমরা যারা পরীক্ষার্থী তাদের অনেক কাজে লাগবে । তো তোমাদের ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে Facebook messenger, Whatsapp, Telegram, Instagram এবং IMO তে শেয়ার করতে পারো ।
অফিস ছুটির জন্য আবেদন ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের নিকট আবেদন পত্র
২২ জুলাই ২০২৪
বরাবর,
ব্যবস্থাপনা পরিচালক,
ড্রীম হোম লিমিটেড।
মিরপুর – ১০, ঢাকা।
বিষয়: ছুটির জন্য আবেদন ।
জনাব,
যথাবিহীত সম্মানপ্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা। আগামী ১৫/০৩/২০২৪ ইং তারিখে আমার বড় বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে । বিবাহ পরিচালনার সার্বিক দায়িত্বে থাকায় আগামী ১৩/০৩/২০২৪ ইং হতে ১৬/০৩/২০২৪ ইং তারিখ পর্যন্ত আমি কর্মস্থলে উপস্থিত হতে পারবো না।
অতএব, বিনীত নিবেদন এই যে আমাকে উক্ত ৩ দিনের ছুটি দানে বাধিত করলে আপনার নিকট কৃতজ্ঞ থাকবো।
বিনীত নিবেদক
শাহেদউল হক
সিনিয়র কর্মকতা
সাক্ষর
আরও পড়ুন……
- মাদকাসক্তির কুফল বিষয়ে সচেতন করে একখানা পত্র লিখুন
- পাঠাগার স্থাপনের জন্যে আবেদনপত্র
- ব্যাংক ঋণের জন্যে আবেদনপত্র (নমুনা)
- ভাবসম্প্রসারণ : কীর্তিমানের মৃত্যু নাই SSC HSC JSC
- ভাব-সম্প্রসারণ : বার্ধক্য তাহাই – যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে।
- বেতন মওকুফের জন্য আবেদন