Table of Contents
ছুটির জন্য আবেদন
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভাল আছো । তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আবেদনপত্র ‘ছুটির জন্য আবেদন ‘। এই আবেদনপত্র তোমরা যারা পরীক্ষার্থী তাদের অনেক কাজে লাগবে । তো তোমাদের ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে Facebook messenger, Whatsapp, Telegram, Instagram এবং IMO তে শেয়ার করতে পারো ।
ছুটির জন্য প্রধান শিক্ষক মহোদয়ের নিকট আবেদন পত্র
২২ জুলাই ২০২৪
প্রধান শিক্ষক,
মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
মিরপুর, ঢাকা।
মাধ্যম: শ্রেণিশিক্ষক, নবম শ্রেণি
বিষয়: অনুপস্থিতির কারণে ছুটি প্রদানের আবেদন।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। জ্বরে আক্রান্ত হওয়ার কারণে গত ১৬ই মে ২০২১ থেকে ১৮ই মে ২০২১ তারিখ পর্যন্ত ৩ (তিন) দিন আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি।
অতএব, বিনীত নিবেদন এই যে আমার অনিচ্ছাকৃত অনুপস্থিত ওই ৩ দিনের ছুটি মঞ্জুর করতে আপনার সদয় মর্জি কামনা করছি।
বিনীত
শাবনূর রুমা
শ্রেণি: নবম
রোল নং: ৩২
সংযুক্তি:
১. চিকিৎসকের ব্যবস্থাপত্র
আরও পড়ুন……
- মাদকাসক্তির কুফল বিষয়ে সচেতন করে একখানা পত্র লিখুন
- পাঠাগার স্থাপনের জন্যে আবেদনপত্র
- ব্যাংক ঋণের জন্যে আবেদনপত্র (নমুনা)
- ভাবসম্প্রসারণ : কীর্তিমানের মৃত্যু নাই SSC HSC JSC
- ভাব-সম্প্রসারণ : বার্ধক্য তাহাই – যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে।
- বেতন মওকুফের জন্য আবেদন