সুদ বা অবৈধ পন্থায় আয় করা টাকা দিয়ে মসজিদ মাদরাসায় দান করলে ঐ দানের সাওয়াব পাওয়া যাবে কিনা?
উত্তর: সুদ একটি মারাত্মক অপরাধ। যা আল্লাহ্ তা’আলা হারাম ঘোষণা করেছেন।
ক্বোরআনে পাকে আল্লাহ তা’আলা এরশাদ করেছেন-
অর্থাৎ, আল্লাহ্ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।
[সূরা বাক্বারা, আয়াত-২৭৫]
অপর আয়াতে এরশাদ হয়েছে-
অর্থাৎ, হে ঈমানদারগণ তোমরা সুদ খেয়োনা।
[সূরা আলে ইমরান, আয়াত-১৩০]
পবিত্র হাদীসে রসূলে পাক সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লাম আরো এরশাদ করেন অর্থাৎ, অবৈধ ও খেয়ানতের মাল দ্বারা ছাদকা করা অবৈধ।
আরো এরশাদ করেছেন-
অর্থাৎ, সুদের (পাপের) ৭০টি স্তর রয়েছে যার সর্ব নিম্নতম স্তর হলো স্বীয় মায়ের সাথে যেনা করা
(ইবনে মাযাহ- ২২৭৪ ও মিশকাত শরীফ, ২৮২৬ নং হাদিস)
সুদি কারবারের বিষয়ে আল্লাহ্ কঠোর শাস্তির কথা ঘোষণা করেছেন। তাই সুদ বা অবৈধ পন্থায় অর্জিত টাকা- পয়সা মসজিদ, মাদরাসা ও ধর্মীয় অনুষ্ঠান বা কাজে প্রদান করা জায়েয নয়। বরং হারাম। সুদ, ঘুষ ও আত্মসাত কৃত টাকা যার থেকে নিয়েছে তার নিকট ফেরৎ দিতে হবে যদি তা সম্ভবপর না হয়, তারপক্ষে গরীব মিসকিনকে দান করে দিতে হবে। কিন্তু সাওয়াবের আশা-প্রত্যাশা করা যাবে না।
[সুনানে তিরমিযী, ইবনে মাযাহ্, ও যুগ জিজ্ঞাসা]
তথ্য সংগ্রহঃ মাসিক তরজুমানে আহলে সুন্নত
নিয়মিত তরজুমান -এ- আহলে সুন্নত পড়ুন।
আরও পড়ুন……
- সূরা মূলক (Surah Al-Mulk) বাংলা উচ্চারণ অর্থ ও ফযিলত
- প্রিয়নবীর ﷺ নাম শুনে চুম্বন করার বিধান
- শাওয়াল মাসের ০৬ রোজার ফজিলত ও গুরুত্ব
- প্রতিদিনের গুরুত্বপূর্ণ দোয়া সমূহ | লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব
- প্রত্যেক রোগেরই প্রতিষেধক রয়েছে – আল হাদীস – রুকইয়াহ কি ?
- যে ১৫ আমলে অবিরত রিজিক বাড়ে | সম্পদ লাভের দোয়া
- সুদ বা অবৈধ পন্থায় আয় করা টাকা দিয়ে মসজিদ মাদরাসায় দান করলে ঐ দানের সাওয়াব পাওয়া যাবে কিনা?