সাহিত্য জাতির দর্পণস্বরূপ। ভাবসম্প্রসারণ SSC HSC JSC PSC

2
216
যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে সহস্র শৈবালদাম বাঁধে আসি তারে; যে জাতি জীবনহারা অচল অসাড় পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার ।
যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে সহস্র শৈবালদাম বাঁধে আসি তারে; যে জাতি জীবনহারা অচল অসাড় পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার ।
Advertisements
Rate this post

সাহিত্য জাতির দর্পণস্বরূপ।

সম্প্রসারিত ভাব: সাহিত্যকে একটি জাতির দর্পণ বা আয়নার সাথে তুলনা করা হয়। কারণ আয়নার সামনে দাঁড়িয়ে আমরা যেমন আমাদের নিজ ছবি দেখতে পাই, ঠিক তেমনি কোনো জাতির সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের চিত্র সাহিত্যের মাধ্যমে জানা যায়। সমাজ ও মানবজীবন সাহিত্যের গুরুত্বপূর্ণ উপাদান। সমাজ জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে সাহিত্য রচিত হয় বলে সাহিত্যকে সমাজের প্রতিফলন বলা হয়। সাহিত্য মানুষকে আনন্দ দান করে। এটি মানুষের মনে প্রেরণা দেয় এবং জানার আগ্রহ বাড়িয়ে দেয়। সাহিত্য ভীরুকে সাহসী করে তোলে।

দেশের সংকটময় মুহুর্তে সাহিত্য জনগণের মনে উৎসাহ ও উদ্দীপনা দান করে। পৃথিবীর অনেক কবি-সাহিত্যিক আছেন যারা সাহিত্য রচনা করে অমর হয়ে আছেন। কবি-সাহিত্যিকরা পারেন কোনো দেশ বা জাতিকে বিশ্বের কাছে সুন্দরভাবে তুলে ধরতে। কাজী নজরুল ইসলাম ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় সাহিত্য রচনার মাধ্যমে জনগণের মনে প্রেরণা দান করেছিলেন। জীবনানন্দ দাশ তার কাব্যগুলোর মাধ্যমে বাংলাদেশের প্রকৃতির বৈচিত্র্য বর্ণনা করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সোনার বাংলাকে সুন্দরভাবে বিশ্বের দরবারে উপস্থাপন করেছেন।

আবার বিদেশি সাহিত্যের মাধ্যমে আমরা বিভিন্ন জাতির আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার বর্ণনা পাই। যেমন- রাশিয়ার একজন বিখ্যাত কথাসাহিত্যিক হলেন লিও তলস্তয়। তাঁর বিখ্যাত উপন্যাস ‘ওয়ার অ্যান্ড পিস’-এর মাধ্যমে আমরা পুরো রাশিয়ার আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করতে পারি। শুধু ব্যক্তিগত জীবনে নয়, জাতীয় জীবনেও সাহিত্যের গুরুত্ব অপরিসীম। কোনো জাতির অতীত ইতিহাস ও ঐতিহ্য সাহিত্যে স্থান পায় । যে জাতির সাহিত্য যত বেশি সমৃদ্ধ সে জাতি তত বেশি উন্নত। বাংলাদেশ একটি ছোট আয়তনের দেশ হলেও এ দেশের সাহিত্য ও সংস্কৃতি অনেক সমৃদ্ধ। অবশ্য সাহিত্য বলতে শুধু কবি বা সাহিত্যিকদের রচনা নয়, এটি একটি জাতির সামগ্রিক সংস্কৃতিকেও বহন করে।

Advertisements

শিক্ষা : পৃথিবীর বিভিন্ন জাতির পরিচয় সাহিত্যে পাওয়া যায়। এই সাহিত্যের মাধ্যমেই বিভিন্ন দেশ ও জাতির পরিচয় পুরো পৃথিবীর সামনে তুলে ধরা যায়।

সাহিত্য জাতির দর্পণস্বরূপ। ভাবসম্প্রসারণ SSC HSC JSC PSC

আরও পড়ুন……

সাহিত্য জাতির দর্পণস্বরূপ। ভাবসম্প্রসারণ SSC HSC JSC PSC

সাহিত্য জাতির দর্পণস্বরূপ। ভাবসম্প্রসারণ SSC HSC JSC PSC

সাহিত্য জাতির দর্পণস্বরূপ। ভাবসম্প্রসারণ SSC HSC JSC PSC

Advertisements

Leave a Reply