গতিই জীবন স্থিতিতে মৃত্যু ভাবসম্প্রসারণ | বাংলা ২য় পত্র
মূলভাব: মানুষকে তার কর্মের মধ্য দিয়ে গতিচঞ্চল জীবনের অধিকারী হয়ে জীবনযুদ্ধে জয়ী হতে হয়। নিষ্কর্মা ও অথর্ব মানুষ মৃততুল্য।
সম্প্রসারিত ভাব: জীবনের প্রতিনিয়ত পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের ফলে জীবনের বিকাশ সাধিত হয়। ফলে জীবন হয়ে ওঠে অর্থবহ। তাই সৃষ্টির মধ্যেই বৈচিত্র্য দেখা যায়। গতিশীলতার মধ্যেই জীবনের লক্ষণ দেখা যায়। স্থিতি বা গতিহীনতা জীবনের লক্ষণ নয়। নদীর প্রবাহের মধ্যে নদীর নিজের পরিচয় প্রকাশ পায়। কিন্তু নদীর গতি যদি শেষ হয়ে স্রোত স্থির হয়ে যায় তবে তাকে নদী নামে অভিহিত করা চলে না। তখন তার অন্য নাম হতে পারে। মানুষের জীবনও একই সত্যের প্রকাশ। মানুষ যতদিন কর্মমুখর থাকে ততদিন তার মধ্যে জীবনের বৈশিষ্ট্য দেখা যায়। কাজকর্ম থেকে অবসর নিলে তখন আর জীবনের কোনো বিকাশ থাকে না। তখন জীবন হয়ে পড়ে অসার। তাই জীবনের যথার্থ পরিচয়দানের জন্য জীবনে গতির সঞ্চার ঘটাতে হবে।
মন্তব্য: মোটকথা, কর্মের মধ্য দিয়ে মানুষের জীবনে যে গতি আসে, সে গতিই জীবনের ধর্ম। অলস কিংবা অকর্মণ্য জীবনযাপন মৃত্যুরই নামান্তর।
আরও পড়ুন……
- ভাব-সম্প্রসারণ : অধর্মের ফল হইতে নিষ্কৃতি নাই
- ভাব-সম্প্রসারণ : অসির চেয়ে মসি বড়
- ভাব-সম্প্রসারণ : অধিকার পাওয়া এবং অধিকারী হওয়া এক বস্তু নয়
- ভাব-সম্প্রসারণ : প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
- ভাব-সম্প্রসারণ : অর্থই অনর্থের মূল
- ভাবসম্প্রসারণ লেখার নিয়ম ১৫০+ ভাবসম্প্রসারণ তালিকা