অগ্রিম ছুটির জন্য আবেদন

0
212
অগ্রিম ছুটির জন্য আবেদন
অগ্রিম ছুটির জন্য আবেদন
Advertisements
Rate this post

অগ্রিম ছুটির জন্য আবেদন

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভাল আছো । তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আবেদনপত্র ‘ অগ্রিম ছুটির জন্য আবেদন। এই আবেদনপত্র তোমরা যারা পরীক্ষার্থী তাদের অনেক কাজে লাগবে । তো তোমাদের ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে Facebook messenger, WhatsappTelegram, Instagram এবং IMO তে শেয়ার করতে পারো ।

 

অগ্রিম ছুটির জন্য প্রধান শিক্ষক মহোদয়ের নিকট আবেদন পত্র

 

২২ জুলাই ২০২৪

বরাবর,

Advertisements

প্রধান শিক্ষক,

কলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

কলিপুর, ঢাকা।

 

মাধ্যম: শ্রেণিশিক্ষক, দশম শ্রেণি

 

 বিষয়: অগ্রিম ছুটির জন্য আবেদন। 

 

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। আগামী ১৫/০৩/২০২৪ ইং তারিখে আমার বড় বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে । বিবাহ পরিচালনার সার্বিক দায়িত্বে থাকায় আগামী ১৩/০৩/২০২৪ ইং হতে ১৬/০৩/২০২৪ ইং তারিখ পর্যন্ত  তাই আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারবো না।

 

অতএব, বিনীত নিবেদন এই যে আমাকে উক্ত ৩ দিনের ছুটি দানে বাধিত করলে আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবো।

 

বিনীত নিবেদক

রবিউল হক

শ্রেণি: দশম

রোল নং: ৩৯

তিন দিনের অগ্রিম ছুটির জন্য আবেদন,
স্কুলে অগ্রিম ছুটির জন্য আবেদন

আরও পড়ুন……

Advertisements

Leave a Reply