ইন্টারনেট অনুচ্ছেদ | এসএসসি বাংলা ২য় পত্র
কম্পিউটারের পর ইন্টারনেট হলো আধুনিক বিশ্বের অন্যতম বিস্ময়। আধুনিক বিজ্ঞান যে দিন দিন নতুনত্বদানে অগ্রণী ভূমিকা রাখছে, এটি তার বড় প্রমাণ। যোগাযোগব্যবস্থার ক্ষেত্রে এর অবদান অপরিসীম। মূলত এটি কম্পিউটার এবং নেটওয়ার্কের সহায়তায় তথ্যের দ্রুত স্থানান্তর পদ্ধতি। এর কাজ সূক্ষ্ম, সহজ ও দ্রুত।
কোনো লোক কম্পিউটারে নির্দিষ্ট ঠিকানা টাইপ করে কমান্ড দিলে ইন্টারনেট সংযোগ তাকে দ্রুত তার প্রত্যাশা অনুযায়ী দেশের ও দেশের বাইরে সংযোগ দিয়ে সহযোগিতা করে। ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা, সেবা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো প্রভূত উন্নয়ন ও উপকৃত হচ্ছে। এর মাধ্যমে আমরা ওয়েবসাইটে রক্ষিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাই। এটি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এক কার্যকর ভূমিকা পালন করে।
ইন্টারনেটভিত্তিক ই-কমার্স ভোক্তাদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ ভোক্তারা ই-কমার্সের সুবিধায় বাজারে না গিয়ে ঘরে বসেই কোনো কিছু কিনতে কিংবা পছন্দ করতে পারে। শুধু ব্যবসায় ক্ষেত্রে নয়, শিক্ষা ক্ষেত্রেও এটি রাখছে গুরুত্বপূর্ণ অবদান। ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনেক মূল্যবান বই খুব কম সময়ে এবং সহজেই সংগ্রহ করে পড়ে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করছে।
সে দিনও বেশি দূরে নয়, যেদিন ছাত্রছাত্রীরা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে তাদের ক্লাসের লেকচারও গ্রহণ করতে পারবে। ইন্টারনেট আমাদের যোগাযোগব্যবস্থায় এক নতুন মাত্রা খুলে দিয়েছে। যদিও আমাদের দেশে ইন্টারনেটের ব্যবহার খুব ব্যয়বহুল এবং অপ্রতুল। আমাদের দেশের অনেক লোক এখনো ইন্টারনেটের সহজ প্রবেশাধিকার পায়নি। অবশ্য বিটিটিবি এবং সরকার উভয়ই আমাদের দেশে এর বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নিয়েছে।
আরও পড়ুন……
- হরতাল অনুচ্ছেদ | এসএসসি বাংলা ২য় পত্র
- যানজট অনু’চ্ছেদ
- বেকার সমস্যা অনু’চ্ছেদ
- গ্রিন হাউস প্রতিক্রিয়া অনু’চ্ছেদ
- মে দিবস অনুচ্ছেদ
[…] ইন্টারনেট অনুচ্ছেদ | এসএসসি বাংলা ২য় … […]