গ্রিন হাউস প্রতিক্রিয়া অনুচ্ছেদ

3
136
অফিস ছুটির জন্য আবেদন
অফিস ছুটির জন্য আবেদন
Advertisements
Rate this post

গ্রিন হাউস প্রতিক্রিয়া অনুচ্ছেদ

কাচের তৈরি একধরনের ঘরকে গ্রিন হাউস বা সবুজ ঘর বলে। শীতপ্রধান দেশের মানুষ এর ভেতর চারা রোপণ করে ফসল উৎপাদন করে। গ্রিন হাউসের কাচ সূর্য থেকে তাপ গ্রহণ করে আটকে রেখে ভেতরটা উষ্ণ রাখে। পৃথিবী হচ্ছে গ্রিন হাউসের মতো। এর চারপাশে বায়ু রয়েছে। দিনের বেলা সূর্যরশ্মি ভূপৃষ্ঠকে উষ্ণ রাখে। রাতে বায়ুতে উষ্ণতা ছেড়ে দেয়, ফলে ভূপৃষ্ঠ শীতল হয়।

কিন্তু কিছু তাপ অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের কারণে আটকে যায়। এখানে এই কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউসের কাচের মতো কাজ করে। বায়ুমণ্ডলে যত বেশি কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাবে, তত বেশি তাপ আটকে যাবে। এভাবে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডল উষ্ণ হয়। একেই গ্রিন হাউস প্রতিক্রিয়া বলে। এই প্রভাব পৃথিবীর জীবের জন্য বিপদাপন্ন। এর কারণে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হচ্ছে। বায়ুমণ্ডল তার স্বাভাবিক কর্মপ্রক্রিয়া ধরে রাখতে পারছে না। ফলে আবহাওয়া যখন-তখন বদলে যাচ্ছে। আর এর বিরূপ প্রভাব পড়ছে বিশ্ববাসীর জীবনে। তাই গ্রিন হাউস প্রতিক্রিয়া দূরীকরণে আমাদেরকে কার্বন ডাইঅক্সাইডের উৎপাদন কমাতে হবে। এই জন্য বৃক্ষনিধন অবশ্যই দমন করতে হবে। অধিক বৃক্ষ রোপণ করতে হবে। মোটকথা, আমাদের সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।

গ্রিন হাউস প্রতিক্রিয়া অনুচ্ছেদ
গ্রিন হাউস প্রতিক্রিয়া অনুচ্ছেদ

আরও পড়ুন……

Advertisements

 

Advertisements

3 COMMENTS

Leave a Reply