অতৃপ্তিই অসুখের মূল ভাবসম্প্রসারণ | বাংলা ২য় পত্র

0
167
অফিস ছুটির জন্য আবেদন
অফিস ছুটির জন্য আবেদন
Advertisements
Rate this post

অতৃপ্তিই অসুখের মূল ভাবসম্প্রসারণ

অতৃপ্তিই অসুখের মূল ভাবসম্প্রসারণ
অতৃপ্তিই অসুখের মূল ভাবসম্প্রসারণ

ভাব-সম্প্রসারণ : এক জীবনে মানুষের চাওয়া-পাওয়ার যেমন শেষ নেই, তেমনি শেষ নেই মানুষের তৃপ্তিরও। কোনো একটি সুস্বাদু খাবার যখন কারো কাছে তৃপ্তিদায়ক মনে হয়, তখন সেটি সে বারবার খেতে চায়। আবার কোনো একটি পোশাক যখন মানুষের খুব পছন্দ হয়, তখন সেটি কিনে মানুষ সুখ অনুভব করে। আসবাবপত্রের বেলায়ও একই বিষয় পরিলক্ষিত হয়। কারো বাড়িতে গিয়ে যদি কোনো একটি জিনিস তার পছন্দ হয়ে যায়, তাহলে সেটি নিজ বাড়িতে আনার জন্য ভেতরে ভেতরে ছটফট করে। সামর্থ্য না থাকলেও কর্জ করে সেই জিনিস ঘরে আনে। আবার বাড়িঘরের ডেকেরশেনের বেলায়ও একই বিষয় মানুষের ভেতর কাজ করে।

ইদানীং তো স্মার্ট ফোন মানুষের অতৃপ্ত মনকে আরো এক ধাপ অগ্রসর করেছে। বাজারে একটি নতুন স্মার্ট ফোন এলে সেটি কেনার জন্য রাতদিন ভাবনা করতে থাকে। এই যে মানুষের চাওয়া, এর যেন শেষ নেই। একের অধিক চাওয়া মানুষের ভেতরে একধরনের অতৃপ্তি তৈরি করে আর এ অতৃপ্তিই দিন দিন তাকে পাগলা ঘোড়ার মতো দাবড়িয়ে বেড়ায়। ফলে সে দিনমান কাজের পেছনে ছোটে। ছোটে অর্থের পেছনে। তার আরো অর্থ চাই। মনের খোরাক মেটানোই সেখানে মূল ভূমিকার কাজ করে। ফলে মানুষ দিন দিন হয়ে উঠছে যন্ত্র। যান্ত্রিক যুগে মানুষের এ যন্ত্র হয়ে ওঠাই মূলত অসুখের মূল কারণ। অতৃপ্তি তখন বাসা বাঁধে মানুষের মগজে। এ অতৃপ্তিই তাকে অসুখের দিকে নিয়ে যায়; বিনাশ করে জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য।

আরও পড়ুন……

Advertisements

 

Advertisements

Leave a Reply